E Purba Bardhaman ~ Purba Bardhaman District News
purbabardhaman.bsky.social
E Purba Bardhaman ~ Purba Bardhaman District News
@purbabardhaman.bsky.social
3 followers 2 following 170 posts
E Purba Bardhaman Purba Bardhaman District News Purba Bardhaman, West Bengal, India পূর্ব বর্ধমান জেলার খবর। এক ক্লিক-এই পূর্ব বর্ধমান জেলার খবর। Mob.- 8900058855 WhatsApp - 8900058855 Email:- [email protected] purbabardhamandistrictnews@gma
Posts Media Videos Starter Packs
লিংকে ক্লিক করলে ওই গ্রুপে একটা পিডিএফ (PDF) ফাইল পাবেন। ওই ফাইলটি ডাউনলোড করতে হবে। ওখানেই পূর্ব বর্ধমান জেলার সমস্ত ক্যাম্পের তথ্য পাওয়া যাবে। ধন্যবাদ।
কবে কোথায় ক্যাম্প ~ "আমাদের পাড়া আমাদের সমাধান"
www.facebook.com/share/p/1B6f...
আগামীকাল (০২.০৮.২০২৫) থেকেই রাজ্য জুড়ে শুরু হতে চলেছে "আমাদের পাড়া আমাদের সমাধান" কর্মসূচী।
#AmaderParaAmaderSamadhan
#AmaderParaAmaderSomadhan
#DuareSarkar
#ParaySamadhan
#ParaySomadhan
Amader Para Amader Samadhan Camp Detailed Purba Bardhaman
"আমাদের পাড়া আমাদের সমাধান"
আগামীকাল (০২.০৮.২০২৫) থেকেই রাজ্য জুড়ে শুরু হতে চলেছে "আমাদের পাড়া আমাদের সমাধান" কর্মসূচী।
#AmaderParaAmaderSamadhan
#AmaderParaAmaderSomadhan
#DuareSarkar
#ParaySamadhan
#ParaySomadhan
দেশের যেকোনো এলাকায় কর্মরত পূর্ব বর্ধমান জেলাবাসী আপনার নিরাপত্তা সংক্রান্ত যেকোনো সহায়তার ক্ষেত্রে আপনার নিজ স্থায়ী-ঠিকানার থানায় যোগাযোগ করুন।

#MigrantWorker #Migrant #Worker #PurbaBardhamanPolice #PurbaBardhamanDistrictPolice
শিক্ষক নিয়োগ পরীক্ষার সূচী
Notice in c/w Schedule of 2nd SLST(AT), 2025 for Class levels IX-X & XI-XII.
2nd State Level Selection Test for Recruitment of Assistant Teachers (Classes IX-X / Secondary) and Assistant Teachers (Classes XI-XII / Higher Secondary), 2025
ভারী ও অতি ভারী বৃষ্টি কবলিত এলাকার কৃষকদের প্রতি কৃষি বিভাগের পরামর্শ
#Agriculture #Cultivation #CropProduction #Crop #Farmer #Farming #Paddy #PaddyCultivation #AgricultureDepartment #Krishi #Krishok #KrishakBandhu #BanglaShasyaBima #CropInsurance #ShasyaBima #AgriculturalAdvice #CropAdvice

banglashasyabima.net
অতিবৃষ্টি-সহ যেকোনও প্রাকৃতিক দুর্যোগের সময় জরুরি পরিস্থিতিতে আপনার নিকটবর্তী থানার কন্ট্রোল রুমের নম্বরে যোগাযোগ করুন।

#RescueControlRoomNumber #ControlRoomNumber #EmergencyHelplineNumber #EmergencyControlRoomNumber #EmergencyNumber #PurbaBardhamanDistrictPolice #NaturalDisaster #Disaster #NaturalDisasterRescue
উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৫
প্রথম স্থান অধিকার করেছে পূর্ব বর্ধমান জেলার রূপায়ন পাল।
প্রাপ্ত নম্বর - ৯৯.৪ শতাংশ
সিএমএস হাইস্কুল, বর্ধমান
ভারত সরকারের পক্ষ থেকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ এবং বাড়িতে প্রয়োজনীয় জিনিসপত্র মজুত করার বিষয়ে কোনও নির্দেশিকা জারি করা হয়নি।
An image of an advisory is being shared online, claiming that the Government has urged individuals to take precautionary measures and keep essential items ready at home.
- PIB (Press Information Bureau)
মিছিল বাতিল ~ ওয়াকফ সংশোধনী আইন ২০২৫ বাতিলের দাবিতে বর্ধমান শহরে ডাকা ১৩ এপ্রিলের (রবিবার) ওয়াকফ বাঁচাও মহামিছিল বাতিল ঘোষণা করল পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত ইসলাম ধর্মাবলম্বী নাগরিক সমাজ।
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই দায়ী করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রবিবার বর্ধমানে রাষ্ট্রীয়…
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই দায়ী করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রবিবার বর্ধমানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সভায় আসেন এই দুই নেতা। দিল্লী স্টেশনের ঘটনা সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে দিলীপবাবু বলেন, আমাদের দেশে যেখানে বড় জমায়েত হয়, সেখানেই কিছু না কিছু দুর্ঘটনা ঘটে যায়। মানুষের ধৈর্য কম। ডিসিপ্লিন মানতে চায় না। পুলিশ তো আর সব জায়গায় লাঠি চালাতে পারে না। কুম্ভতেও তাই ঘটেছে। ব্যারিকেড ভেঙে ঢুকে গেছে। দুর্ভাগ্যজনক। এত বিরাট জনসংখ্যা, সরকারকেও সচেতন হতে হবে, মানুষকেও সচেতন হবে। এটা চিন্তার বিষয় আমাদের আরও সাবধান হতে হবে। অন্যদিকে, সুকান্ত মজুমদার জানিয়েছেন, হঠাৎ করে প্রচুর লোক চলে আসায় এই ঘটনা ঘটেছে। তদন্ত চলছে। কারও গাফিলতি থাকলে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে। বারবার পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটছে। আমাদের আরও সতর্ক হতে হবে। তিনি বলেন, অতিরিক্ত জনতার চাপের জন্যই এটা হয়েছে। রেল অনেক গাড়ি চালিয়েছে। যা ভাবা গিয়েছিল তার থেকে বেশি মানুষ। তাড়াহুড়োর জন্য বেশি দুর্ঘটনা ঘটছে। সুকান্ত বাবু জানিয়েছেন, এই সব ঘটনা নিয়ে গুজবও ছড়ানো হচ্ছে। সাধারণ মানুষ গুজবে ভুল বুঝছেন।
epurbabardhaman.com
ভারতের সামনে অনেক সমস্যা, সমস্যাকে আঘাত না করে সমস্যার মধ্যেই সমাধান খুঁজুন – মোহন ভাগবত

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ভারতে সমস্যা আছে ঠিকই। চলতে গেলে ছোট-বড় নানা সমস্যা থাকবেই। কিন্তু সেই সমস্যাকে আঘাত করে বাড়িয়ে না তুলে সমস্যার মধ্যেই থাকা সমাধানকে মাথা ঠান্ডা রেখে খুঁজে বার করে সমাধান করার কথা…
ভারতের সামনে অনেক সমস্যা, সমস্যাকে আঘাত না করে সমস্যার মধ্যেই সমাধান খুঁজুন – মোহন ভাগবত
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ভারতে সমস্যা আছে ঠিকই। চলতে গেলে ছোট-বড় নানা সমস্যা থাকবেই। কিন্তু সেই সমস্যাকে আঘাত করে বাড়িয়ে না তুলে সমস্যার মধ্যেই থাকা সমাধানকে মাথা ঠান্ডা রেখে খুঁজে বার করে সমাধান করার কথা বলে গেলেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রধান মোহন ভাগবত। রবিবার বর্ধমানের সাই কমপ্লেক্সে (SAI) আয়োজিত আরএসএসের মধ্যবঙ্গীয় সভায় বক্তব্য রাখতে আসেন মোহন ভাগবত। উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি থেকে রবিবার পর্যন্ত বর্ধমানে বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম করেন তিনি। এদিন প্রকাশ্য সভায় নাম না করে একাধিক প্রসঙ্গ তুলে গেলেন মোহন ভাগবত। তাঁর এই সভা নিয়ে ইতিমধ্যেই জেলা প্রশাসনের পক্ষ থেকে আপত্তি এবং হাইকোর্টের নির্দেশে এই সভার অনুমতি দেওয়ায় সভায় ব্যবহৃত সাউন্ড বক্সের আওয়াজ মাপতে বসানো হয় ইলেকট্রনিক নয়েজ লিমিটার মেশিন। দুই বর্ধমান ছাড়া, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ এবং নদীয়া থেকে এদিন কয়েক হাজার স্বয়ংসেবক সদস্য হাজির ছিলেন। হাজির ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় মন্ত্রী ডা.
epurbabardhaman.com
বাংলাদেশে মুছে দেওয়া হচ্ছে মুজিবুরের স্মৃতি, পূর্ব বর্ধমানে জ্বলজ্বলে 'বঙ্গবন্ধু মিষ্টান্ন ভাণ্ডার'
বাংলাদেশে মুছে দেওয়া হচ্ছে মুজিবুরের স্মৃতি, পূর্ব বর্ধমানে জ্বলজ্বলে ‘বঙ্গবন্ধু মিষ্টান্ন ভাণ্ডার’
খণ্ডঘোষ (পূর্ব বর্ধমান) :- একদিকে যখন প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে খোদ বঙ্গবন্ধুর সমস্ত স্মৃতিকে, এমনকি ধানমণ্ডি ৩২-এর স্মৃতিকেও উপড়ে ফেলা হয়েছে সেই সময় খোদ পূর্ব বর্ধমানে জ্বলজ্বল করে চলছে বঙ্গবন্ধুর নামে মিষ্টির দোকান। মুজিবুর রহমান খান প্রায় ২৪-২৫ বছর আগে খণ্ডঘোষের আড়াডাঙ্গায় এই দোকানটা তৈরি করেন এবং নাম রাখেন 'বঙ্গবন্ধু মিষ্টান্ন ভাণ্ডার'। দোকানটা তৈরি করে তাঁর বাবা নজরুল খানকে চালাতে দেন। নজরুল খান জানিয়েছেন, তাঁর বাবা অর্থাৎ মুজিবুর রহমান খানের ঠাকুরদা এসা হক খান কংগ্রেস করতেন। গ্রামে তাঁদের বাড়িতেই রেডিও ছিল। এলাকার অনেকেই রেডিও শুনতে আসতেন। সেই সময় রেডিওতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বক্তব্য শুনতে এবং তাঁর কর্মকাণ্ড সম্পর্কে শুনতে পরিবারের সবার ভালো লাগতো। ভারতের সাথেও তাঁর সম্পর্ক ভালো ছিল। তখন থেকেই বঙ্গবন্ধুর সম্পর্কে একটা আলাদা শ্রদ্ধা-ভালোবাসা তৈরি হয়েছিল। নজরুল খানের প্রথম সন্তান হওয়ার পর এই শ্রদ্ধা-ভালোবাসাকে গুরুত্ব দিয়ে এক ধর্মগুরুর পরামর্শে নাম রাখেন মুজিবুর রহমান খান। প্রথমে মুজিবুর রহমান খান আড়াডাঙ্গা থেকে কিছুটা দূরেই খেজুরহাটি বাজারে জুয়েলারির দোকান তৈরি করেন। কিছুদিন পরে তাঁর বাবা নজরুল খানের জন্য আড়াডাঙ্গা বাসস্টপেজে তৈরি করেন এই মিষ্টির দোকান। তাঁদের কাছে নায়কের আসনে বসে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়ে দোকানের নাম দেন 'বঙ্গবন্ধু মিষ্টান্ন ভাণ্ডার'। তাঁর ভাই মনিরুল হকও বাবার সাথে মিষ্টির দোকানটা চালাতেন। একসময় রমরমিয়ে চলেছে এই মিষ্টির দোকান। এখন নানা কারণে মিষ্টির বিক্রি অনেকটাই কমেছে। তাই মিষ্টির পাশাপাশি দোকানে পাওয়া যায় মুদিখানার বেশ কিছু সামগ্রী। মুজিবুর রহমান খানের জুয়েলারির ব্যবসায় কিছু সমস্যা হওয়ায় এখন তিনি কর্মসূত্রে ১০ বছর উত্তর প্রদেশের লক্ষ্ণৌয় থাকেন। সেখানেও তিনি জুয়েলারি ব্যবসার সাথেই যুক্ত। নজরুল খান জানিয়েছেন, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির কথা তুলে ধরে কেউ কেউ দোকানের নামটা পরিবর্তন করে দেওয়ার পরামর্শ দিচ্ছেন। হয়ত তাঁরা মজার ছলেই বলছেন। কিন্তু এতে তিনি কিছুটা বিভ্রান্ত হয়ে যাচ্ছেন। ভারত সরকার তো কিছু নির্দেশ দেয়নি। তাই তাঁদের নাম পরিবর্তনের ইচ্ছে নেই, কিন্তু তেমন পরিস্থিতি তৈরি হলে বঙ্গবন্ধু নামটা না থাকলেও তাঁর কোনও সৃষ্টি বা কর্মকাণ্ডের নামেই রাখতে চান এই মিষ্টির দোকানের নাম। তিনিও চান দুই দেশের মধ্যে সম্পর্ক ঠিক হোক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভালো কাজ করে গেছেন। তাঁর মেয়ে শেখ হাসিনা হয়ত চলার পথে ভুল করেছেন তাঁর জন্য ভেঙে দেওয়াটা সমর্থন করা যায় না। নজরুল খান জানিয়েছেন, বাংলাদেশ থেকে এই দেশে পড়াশোনার জন্য বা পর্যটক হিসাবে আসা অনেকেই তাঁদের এই দোকানের কথা জেনে দেখতে আসেন। বাংলাদেশের সংবাদমাধ্যমেও প্রকাশ পেয়েছে তাঁদের এই দোকানের খবর। খোদ মুজিবুর রহমান খান জানিয়েছেন, দেশবন্ধু, নেতাজি বিভিন্ন দেশনায়কদের নামে বর্ধমানে দোকান আছে। সেখান থেকেই মনে হয়েছিল দোকানের নাম বঙ্গবন্ধুর নামে করা যেতেই পারে। এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের অনুকরনেই তাঁরও নিজের নাম। মিষ্টির দোকানটা ২০০০ সালে তৈরি করেছেন। বর্তমানে বাংলাদেশে মুজিবের স্মৃতি মুছে দেওয়া হচ্ছে এটা খুব খারাপ লাগছে। যারা অতীতে সোনার বাংলাদেশ তৈরি করেছেন। তখন সবাই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। এখন তাঁর মূর্তি ভাঙ্গা হচ্ছে, তাঁর নামে কুৎসা রটনা করা হচ্ছে এই জিনিসগুলো শোভনীয় নয়। দীর্ঘদিন সরকার চালিয়েছেন, তাঁর মেয়ে শেখ হাসিনাও দীর্ঘদিন সরকার চালিয়েছেন। এতদিন তো ভালোই সুনাম ছিল। এক মানুষ সবার কাছে ভালো হয় না, এক সরকারও সবার কাছে ভালো হয় না। বিরোধী থাকবে। বিরোধী শক্তি হয়ত এখন একটু ভালো হয়েছে। সেই জন্যই হয়ত এখন এই অবস্থা হয়েছে। হয়ত সুদীন আগামী দিনে ফিরে আসবে। ইতিহাস মুছে দেওয়াটা বাঞ্ছনীয় নয়। যেকোনও সরকারেরই চলার পথে ভুল থাকতে পারে, জনগণকে তাঁকে শোধরানোর সুযোগও দিতে হবে। তিনি জানিয়েছেন, স্কুলে পড়ার সময় তাঁকে অনেকেই 'বঙ্গবন্ধু' বলে ডাকতেন। তিনি কিছু বুঝতেন না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পরে যখন তাঁর বোধশক্তি আসে তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কিছু জীবনী পড়েন, মুক্তিযুদ্ধের কথা জানতে পারেন, বাংলাদেশের স্বাধীনতার কথা জানতে পারেন। পরবর্তী সময়ে যখন গ্রামের বাজারে বাবার জন্য একটি মিষ্টির দোকান তৈরি করা হয়, সেই দোকানের নাম রাখেন 'বঙ্গবন্ধু মিষ্টান্ন ভাণ্ডার'। কারণ শেখ মুজিবুর রহমান বাংলাদেশ গড়ার পিছনে মুখ্য ভূমিকা নিয়েছিলেন। তিনি জানিয়েছেন, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে ভারতে তাঁদের কোনও প্রভাব পরে নি। তাই এই নাম রাখা নিয়ে কোনও সমস্যা হচ্ছে না। বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় শেখ মুজিবুর রহমানের অন্যতম ভূমিকা ছিল। তাঁর নামে অনেক স্মৃতি রয়েছে। সেই সব স্মৃতি বর্তমানে বিকৃত করা হচ্ছে, মুছে দেওয়া হচ্ছে। এটা একদমই কাম্য নয়। ইতিহাসকে মুছে দেওয়া বা বিকৃত করে দেওয়া একদমই উচিত নয়। তিনি যেভাবে দেশ পরিচালনা করেছেন, তিনি মানুষের মনকে জয় করেছেন তার জন্যই তো তাঁর নাম 'বঙ্গবন্ধু' দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ের সরকারের কিছু ভুল ত্রুটি হয়ে থাকতে পারে তার সাজা 'বঙ্গবন্ধু'-র উপর বর্ষিত হওয়া ঠিক নয়। বাংলাদেশে যে সরকারই থাক সেটা জনমুখী সরকার হোক। মানুষের জন্য কাজ করুক। নির্বাচিত সুশৃঙ্খল সরকার প্রতিষ্ঠা পাক এই কামনা করি। তিনি জানিয়েছেন, তাঁর নাম মুজিবুর রহমান হওয়ায় তিনি খুব খুশি, এই নাম তাঁকে অনুপ্রাণিত করে। লক্ষ্ণৌতেও অনেকে তাঁকে 'বঙ্গবন্ধু' বা বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন। বঙ্গবন্ধুর মতো তিনি হতে না পারলেও এই সম্বোধন তাঁর শুনতে ভালোই লাগে বলে জানিয়েছেন মুজিবুর রহমান খান। …
epurbabardhaman.com
District Control Room for Madhyamik Pariksha 2025.
মাধ্যমিক পরীক্ষার্থীদের সহায়তার জন্য পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের কন্ট্রোল রুম নম্বর -
9434668880 / 8001192740
#MadhyamikPariksha #Madhyamik #Pariksha #SecondaryExamination #Secondary #Examination
মাধ্যমিক ও হাই মাদ্রাসা পরীক্ষার্থীদের সহায়তার জন্য পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের কন্ট্রোল রুম নম্বর -
9434668880 / 8001192740
(সকাল ৮ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত)