Istiak Shakil
banner
istiakshakil999.bsky.social
Istiak Shakil
@istiakshakil999.bsky.social
Alhamdulillah, I'm a Muslim.
এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের সংগ্রাম আলাদা আলাদা, সবার পথ এক নয়। কেউ এগোয় একটু সম্মান আর সাফল্যের টানে, আবার কেউ হয়তো হাটে নিজের শান্তি খুঁজে পাওয়ার আশায়। কেউ যুদ্ধ করে একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য, আবার কেউ যুদ্ধ করে সংসারের চুলায় সন্ধ্যার খাবার তুলতে। কিন্তু কারো যুদ্ধ দেখা যায় না, আর কারো যুদ্ধ দেখে ফেললেও। বোঝার উপায় নাই ভিতরে কতটা ক্লান্তি। তাই বলছি পৃথিবীতে প্রত্যেকটা মানুষের সংগ্রাম আলাদা, তাই কাউকে ছোট করে দেখার সুযোগ নেই...
December 22, 2025 at 2:03 AM
আপনার কিবোর্ড জানে আপনি কতো কি বলতে চেয়েছেন! আপনি জানেন আপনি কতো কি হারিয়েছেন! আপনার চোখ জানে আপনি কতো কতো বার নিয়ন্ত্রণ হারিয়েছেন! আপনার মন জানে আপনি কতো কি সামলে টিকে আছেন! চলতে থাকুক এইভাবেই! থামা যাবেনা!🖤
December 18, 2025 at 12:33 PM
বড় একা আমি, নিজের ছায়ার মতো, শূন্যতার মতো, দীর্ঘশ্বাসের মতো, নিঃসঙ্গ বৃক্ষের মতো, নির্জন নদীর মতো, বিচ্ছিন্ন দ্বীপের মতো, মৌন পাহাড়ের মতো, আজীবন সাজা প্রাপ্ত দন্ডপ্রাপ্ত আসামির মতো
বড় একা আমি, বড় একা...
#বিজয়মেলা২০২৫
December 17, 2025 at 6:14 AM
নিজেকে সহজলভ্য করে তুলবেন না কখনো, আপনার ব্যক্তিত্বের দেওয়াল এমন হতে হবে, সবাই যেন সেটা পেয়ে আপনার পর্যন্ত পৌঁছতে না পারে। নিজের মানসিক শান্তি রক্ষার জন্য দেওয়াল তোলার কোন বিকল্প নেই, না বলার অভ্যাস রাখুন...
December 16, 2025 at 11:19 AM
"যেভাবে প্রতিটা ক্ষমার মাঝে লুকিয়ে থাকে প্রতিশোধ, সেভাবে প্রতিটা অন্ধকারে লুকিয়ে থাকে আলোর অনুভব!"
December 6, 2025 at 2:28 AM
মানুষ চিনতে হলে মানুষের সাথে মিশতে হয়, দূর থেকে তো চাঁদকেও সুন্দর মনে হয়! 🖤
October 24, 2025 at 12:11 AM
একটা অপ্রিয় সত্যি কথা কি জানেন তো, বাবা মায়ের টাকায় ফুটানি করে দশ হাজার টাকার জিনিস কিনেও আপনি সে শান্তি কখনোই পাবেন না যে শান্তিটি পাবেন নিজে ইনকাম করে একশ টাকার জিনিস কিনে।
October 23, 2025 at 11:50 PM
"আদর, যত্ন, ভালোবাসা, স্নেহ - এগুলাকে কখনো তুচ্ছ কইরেন না। জীবনে হয়তো এমন একটা সময় আসবে, যখন আপনার আদর-যত্নের অভাব হবে না, ভালোবাসা আপনার ঘরে ঝুম বৃষ্টি হয়ে নেমে আসবে।
ঐ প্রাচুর্যকে যে মুহূর্ত থেকে Taken For Granted হিসেবে নিবেন, ঐ মুহূর্ত থেকে আপনি আস্তে আস্তে সব হারাতে শুরু করবেন।
আপনার মনে হবে বিশাল নদী থেকে একটুখানি জল কমে গেলে কিচ্ছু যাবে আসবে না। কিন্তু নদীও তো
fb.com/share/p/1D82jx7LKP
October 23, 2025 at 11:46 PM
মানুষের মুখ থামানো সম্ভব নয়, কিন্তু নিজের কানকে অবহেলা শেখানো সম্ভব।
যে এই কৌশল আয়ত্ত করতে পারে, তার জীবনেই আসে প্রকৃত সুখ।
October 21, 2025 at 1:09 AM
শক্ত থাকুন একদিন বুঝতে শিখবেন—
সবাই কাছের হয় না,
আর যে কাছের, সে সবসময় আপন নয়।
মানুষ বদলায়, সম্পর্ক ফিকে হয়,
স্বার্থ ছাড়া খুব কম হাতই সত্যি ধরে রাখে।
তাই নিজেকে শক্ত করুন,
দুর্বলতা এই পৃথিবীতে জায়গা পায় না।
ভালো থাকুন, কিন্তু ভুলেও
নিজেকে হারিয়ে ফেলবেন না।
October 21, 2025 at 12:17 AM
মানুষ কিসে আটকায়?
মায়ায়, বাঁধনে
আর লোভী মানুষ আটকায় স্বার্থ যেখানে...
October 17, 2025 at 1:01 PM
শিক্ষিত হলেই সে জ্ঞানী হতে পারে না, আর তেমনি বড়লোক হলেই সবাই ভদ্রলোক হতে পারে না
October 17, 2025 at 7:08 AM
মানুষই অসুখ, মানুষই ঔষধ
October 16, 2025 at 10:19 AM
জীবনের এমন পর্যায়ে আছি, সাঁতার জানা নেই অথচ দীর্ঘ সমুদ্র পাড়ি দিতে হবে...
স্থানঃ খুলুমবাড়ীয়া-হাকিমপুর, শৈলকূপা, ঝিনাইদহ।
#ঘুরাঘুরি #মাঠেমাঠে
October 15, 2025 at 12:43 PM
‼️জীবনের দৌড় শেষ হয় না, জীবন এক অদ্ভুত দৌড়। কেউ শুরু করে জুতাসহ, কেউ খালি পায়ে। কেউ জন্ম থেকেই একশো মিটার এগিয়ে থাকে, আবার কেউ হাঁটার আগেই হোঁচট খেয়ে পড়ে যায়। সময়ের সাথে আপনি বুঝতে পারবেন, এই দৌড়ের নিয়ম গুলো কখনোই সবার জন্য একরকম নয়।
আপনি হয়তো দেখবেন, কেউ সহজেই সব শিখে নেয়, পরীক্ষার আগের রাতে কয়েক ঘণ্টা পড়েই অসাধারণ ফলাফল করে। আর আপনি দিনের পর দিন খেটে গেলেও fb.com/share/p/1DhsN4nYPR
October 15, 2025 at 1:59 AM
কখনো কখনো আপনি যতই দায়িত্ববান,
যতই যত্নশীল কিংবা ভালোবাসুন না কেন;
কিছু মানুষের জন্য তা যথেষ্ট নয়।
October 14, 2025 at 1:22 PM
জীবন খুবই সুন্দর তাই না?
তুমি কিছুই নিয়ে আসোনা, তোমার ভাগ্যে কি আছে কিছুই জানো না, তারপর তুমি সব কিছুর জন্য লড়াই করো, অতঃপর কিছুই না নিয়ে দুনিয়া ছেড়ে চলে যাও।
October 14, 2025 at 1:07 AM
জীবন আমাকে একটা জিনিস খুব ভালো করে শিখিয়ে গিয়েছে, যে নিজেকে ছাড়া কারোর উপর ভরসা না করা এবং দ্বিতীয় নিজেকে নিয়ে একাই খুব ভালো থাকা।
October 14, 2025 at 12:51 AM
জীবনে সবকিছু মন মতো হবে না। চলার পথে সবচেয়ে বেশি যা জরুরি তা হলো 'চলতে জানা'। আপনাকে চলা জানতে হবে। সবাই আপনার মতো বা আপনার মনের মতো হবে না। তবুও তাদের সঙ্গে কীভাবে চলতে হয় তা জানতে হবে
হোচট খেলে পাশের জন ধরার আগেই আপনার নিজেকে সামলে নিতে হবে। কোনোভাবেই কারো ওপর নির্ভরশীল হওয়া যাবে না। যে আশ্বাস মানুষ দেবে সে আশ্বাসে পুরোপুরি আস্থা রেখে দিলে আশাহত হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে fb.com/share/p/1FoHJ7cYmg
October 13, 2025 at 1:20 AM
সময় আর স্মৃতিগুলো কে লুকিয়ে রেখে মানুষের সাথে হাসি খুশি ভাবে থাকাটাই হয়তো জীবন!
October 9, 2025 at 2:09 PM
নদীর পানি মিষ্টি, কারণ এটি সমুদ্রকে পানি দিতে থাকে।
সমুদ্রের জল লবণাক্ত, কারণ এটি সর্বদা পানি নিতে থাকে।
ড্রেনের পানি দুর্গন্ধ হয়, কারণ এটি সবসময় স্থির থাকে।
এটাই জীবণ, দিতে থাকলে সবার কাছে মিষ্টি হবেন, নিতে থাকলে তেতো হবেন আর থেমে গেলে সবার কাছে অকেজো হয়ে যাবেন।
October 8, 2025 at 10:08 PM
জীবন বড়ই বিচিত্র। সন্ধ্যা কাটেনা অথচ দিব্যি বছর কেটে যাচ্ছে!
October 8, 2025 at 1:58 AM
আমরা যারা হারিয়ে ফেললাম সমস্ত যা প্রিয়, আমরা যারা একলা হলাম আড্ডা ভালোবেসে, আমরা যারা নীরব হলাম ভীষণ বাচাল থেকে, আমরা যারা উপেক্ষিত গুরুত্ব চেয়ে চেয়ে, আমরা যারা খারাপ হলাম সবার ভালো চেয়ে, আমরা যারা ঠকে গেলাম ভরসা করে করে, আমরা যারা ক্লান্ত হলাম মুখোশের সাথে লড়ে, আমরা যারা অবহেলিত সহজলভ্য হয়ে,আমরা যারা 'বিদায়' জানাতে বাধ্য হয়ে তাকিয়ে রইলাম তার চলে যাওয়ার দিকে
আমরা আর আগের মতো রইলাম না। আমরা বদলে গেলাম। ভীষণ বদলে গেলাম
October 7, 2025 at 1:45 AM
**ধানের গান্ধী পোকা** ধানের ফুল আসা থেকে দুধ ধান পর্যন্ত পর্যায়ে সবচেয়ে বেশি ক্ষতি করে। যদি আক্রমণ মারাত্মক হয়, তবে: * **সাইপারমেথ্রিন (cypermethrin 10 ec)** – ১ মি.লি./লিটার পানিতে মিশিয়ে স্প্রে করা যায়।
October 6, 2025 at 1:47 AM
Animal Farm
October 6, 2025 at 12:02 AM