Chinmoy Tewary
banner
pinglabarta.bsky.social
Chinmoy Tewary
@pinglabarta.bsky.social
Pingla Barta media and information Literacy CIET NCERT New Delhi
মেদিনীপুরের পক্ষে একমাত্র গোলটি করেন ওয়াত্তারা। দুর্দান্ত হ্যাটট্রিক করে ম্যাচ সেরার শিরোপাও জিতে নেন তুরসুনভ।
মরসুমের ১৪তম ম্যাচে এসে ৩ পয়েন্ট পেলেও পয়েন্ট তালিকার তলানিতেই পড়ে রয়েছে বীরভূম। বর্তমানে তাদের সংগ্রহ ৬ পয়েন্ট, যেখানে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে রয়্যাল সিটি। এই বড় জয়ে বীরভূমের পয়েন্ট টেবিলের অবস্থানে কোনো পরিবর্তন না হলেও দলের আত্মবিশ্বাস বেড়েছে। অন্যদিকে, হারের ফলে ১৩ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে মেদিনীপুর রয়েছে তালিকার সপ্তম স্থানে।
January 23, 2026 at 10:36 AM
Chinmoy Tewary সারা রাজ্যজুড়ে চলছে এসআইআর সংশোধনের কাজ, কোথাও কারোর ফ্যামিলির নাম সংশোধন কোথাও ফ্যামিলির সংখ্যা কম বা বেশি ইত্যাদি, এস আই আর এই সংশোধনের কাজে জেলার বিভিন্ন ব্লক স্তরে পড়েছে সকাল থেকে বিশাল লাইন, হয়রানির অভিযোগ তুলেছেন বহু মানুষ অন্যান্য রাজনীতিক দলের বিরুদ্ধে, এই পাশাপাশি মানবিক উদ্যোগ নিলেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলা গরবেতা তিন নম্বর ব্লক চন্দ্রকোনা রোড বিডিও অফিস
January 23, 2026 at 10:35 AM